

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে উপজেলার বিভিন্ন এলাকার উপকারভোগীদের
কারিতাস চট্টগ্রাম অঞ্চলের অধীনে সিপিপি পিএইপি ২ প্রকল্পের উদ্যোগে পশু পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
বুধবার (২৪ জানুয়ারী) দুপুরে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের আরাছড়ি পাড়া এবং গাইন্দ্যা ইউনিয়নের ৪০ জন উপকার ভোগীদের মাঝে এই পশু পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে উপজেলার বিভিন্ন পাড়ার ৪০ জনের মাঝে ১৯ টি ছাগল, ২১ টি শুকর, ৭০ টি মুরগী, ১০ টি হাঁস ও ৩ প্রজাতির (বরবটি, লালশাক ও ঢেড়স) ৮ কেজি সবজি বীজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কারিতাস রাজস্থলী অফিসের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, মাঠ সহায়ক সুকান্ত কুমার তঞ্চঙ্গ্যা, ছাইন থোয়াই গ্য চাক এবং মোহাম্মদ রবিউল ইসলাম সোহেল উপস্থিত ছিলেন।