রাজস্থলীতে গ্যাসের আগুনে দগ্ধ দীপঙ্করের মৃত্যু

প্রতিনিধি, রাজস্থলী।।
রাজস্থলী বাজারে গ্যাসের আগুনে দগ্ধ হওয়া দোকানদার দীপঙ্কর দাশ (৪০) শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে মারা গেছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯.৩০ টায় ঢাকার শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

এর আগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে রাজস্থলীতে উপজেলা বাজারের নিজস্ব কুলিং কর্ণারে (দোকান) হঠাৎ গ্যাসের আগুন লেগে এই ব্যবসায়ী দগ্ধ হন। স্থানীয়রা তৎক্ষনাৎ তাকে উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

এই বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দীন আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঢাকায় অবস্থান করার সুবাদে তাকে আমি দেখতে গিয়েছিলাম। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় তিনি মারা যান। তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার বিষয়ে যতটুকু সহযোগিতা করার সামর্থ্য রয়েছে সেটার চেষ্টা করেছি।