

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙামাটি জেলার রাজস্থলীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে মানবজাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দিনটি উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে উপজেলার কেন্দ্রীয় মৈত্রী বিহার, উপজেলা সদর ত্রিরত্ন বৌদ্ধ বিহারসহ সকল বিহারে শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা।
দিনব্যাপী এই আয়োজনে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিণ্ডদান ও প্রাতঃরাশ, মঙ্গল সূত্র পাঠ, বুদ্ধ পূজা, পঞ্চশীল প্রার্থনা, সংঘ দান, ধর্মীয় দেশনা, প্রদীপ পূজা, হাজার বাতি দান ও ফানুস উড়ানোসহ নানা কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। সন্ধ্যায় হাজার বাতি প্রজ্জ্বলন ও ফানুস উড়ানো শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান (কীর্তন) পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি ঘটে।
এদিকে রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বিহারের পরিচালনা কমিটির সভাপতি প্রেমা তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, ইউপি সদস্য উদয় কুমার তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হাজারো উপাসক-উপাসিকাবৃন্দ।
জানা যায়, এবারে রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নের ছোট বড় ৬৭টি বৌদ্ধ বিহারে আনুষ্ঠানিকভাবে প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়েছে। সকল বিহারের অনুষ্ঠানে ধর্মদেশনা প্রদান করেন স্ব স্ব বিহারের অধ্যক্ষ ভিক্ষুবৃন্দ।