রাজস্থলীতে শীতার্তদের ইউএনও’র কম্বল বিতরণ

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দীন আহমেদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুর ১২ টার দিকে ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড (তালুকদার পাড়া) নামক এলাকায় তিনি গরীব এবং অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দীন আহমেদ স্থানীয় গরীব এবং অসহায় ৩০টি পরিবারের মাঝে শীতার্তদের উঞ্চতা ছড়ানোর চেষ্টা করেন। 

কম্বল বিতরণের সময় তিনি বলেন, বর্তমানে পাহাড়ে শীতের তীব্রতা বেড়ে চলেছে। পাহাড়ের অসহায় এবং গরীব মানুষেরা অনেক কষ্টে দিন অতিবাহিত করছে। পাহাড় এবং সমতলের সামর্থ্যবানদের এই কাজে এগিয়ে আসা উচিত। সামর্থ্য অনুযায়ী নিজ নিজ জায়গা থেকে শীতার্তদের মাঝে গরম কাপড় বা কম্বল বিতরণ করলে অসহায় মানুষগুলো একটু শান্তিতে থাকতে পারবে। 

কম্বল বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন ঘিলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নুল তালুকদার, সাংবাদিক আজগর আলি খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।