লংগদুতে অবৈধ দুই ভাটা ধবংস, এক লাখ টাকা অর্থদন্ড

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
রাঙ্গামাটির লংগদুতে পাহাড় কেটে,বন উজাড় করে অবৈধ ভাবে ইট ভাটা পরিচালনার দায়ে দুইটি ইটভাটার মালিককে নগদ ৫০ হাজার করে মোট ১লক্ষ টাকা জরিমানা  সহ ইটভাটার চুল্লী ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ রোববার (২১ জানুয়ারি)  দুপুরে লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নে কেবিএম ব্রিকস ও এডিবি ব্রিকস দুইটি ইটভাটাতে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট  সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুদ রানা।

উপজেলা প্রশাসন সূত্রে জানায়, কোন অনুমোধন ছাড়াই ইটভাটা তৈরী করে ইট পোড়ানোর কাজ করে যাচ্ছে ভটা মালিকরা। এতে  বনের কাঠ জালিয়ে ইট ফুড়ানো হচ্ছে,কাটা হচ্ছে পাহাড়। এতে কোনরকম নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ধারা ১৪ অনুযায়ী ইট ভাটার মালিকদের জরিমানা করানহয়। এছাড়াও উক্ত ভাটাতে সকল প্রকার কার্যক্রম বন্ধের ঘোষণা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।