লংগদুতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) অভিযানে ৭৬হাজার ৩৯৫ টাকার গামারী অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বগাচতর ইউনিয়নের ঠেকাপাড়া নামক স্থানে অবৈধ গামারী কাঠ সংরক্ষিত আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসব কাঠ জব্দ করা হয়।

জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি এর নির্দেশনায় ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করেন।

বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কাঠ রেখে পালিয়ে যায়। পরিচালিত অভিযানে বিজিবি কর্তৃক বর্ণিত স্থান হতে ৫০.৯৩ সিএফটি গামারী কাঠ জব্দ করে।

জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৭৬ হাজার ৩৯৫ টাকা। আটককৃত কাঠ রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ প্রসঙ্গে রাজনগর জোন কমান্ডার জানান, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।