

মো.গোলামুর রহমান,লংগদু (রাঙ্গামাটি): রাঙামাটির লংগদু উপজেলার বৃহত্তম মাইনীমুখ বাজারের মুদি দোকানে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি রোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই দোকানিকে নগদ অর্থদন্ড প্রদান করা হয়েছে।
শনিবার( ০৯ ডিসেম্বর) বিকাল ৪টার সময় লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে মুদি দোকানে দ্রব্য মুল্যর তালিকা টাঙ্গানো না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন লংগদু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।এসময় উপস্থিত ছিলেন লংগদু থানা এসআই আলামিন সহ পুলিশের একটি দল এবং বাজার কমিটির সভাপতি মোঃ আঃ রশিদ।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক মাইনীমুখ বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠান ইখওয়ান স্টোর (মোঃ শামসুল আলম )কে ৫ হাজার টাকা এবং রুস্তম এন্ড ব্রাদার্স (রুস্তম আলী সওদাগর)কে ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করে, জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় সকল দোকানিকে বাধ্যতামূলক দোকানে মূল্য তালিকা লাগানোর জন্য বলা হয়।