লংগদু সেনা জোনের উদ্যোগে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু

মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি): পাহাড়ী বাঙ্গালী অযপাড়ার ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে আইসিটিতে স্বয়ং সম্পূর্ণ করতে মাস ব্যাপী কমিউনিটি কম্পিউটার কোর্সে আয়োজন করেছে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোন।

রবিবার (০৩ মার্চ) বিকাল ৪টায় পাহাড়ী বাঙ্গালী ৩০জন ছাত্র ছাত্রীদের মাসব্যাপী কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ২০২৪ইং শুরু করেছ তেজস্বী বীর লংগদু সেনা জোন।

লংগদু জোনের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে লংগদু জোনের ক্যাপ্টেন এস এম ইমরুল কায়েস শাদ কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, বর্তমান সময়ে পড়া লেখার পাশাপাশি কম্পিউটার জানাটা এখন আবশ্যক। অত্র দুর্গম এলাকার ছাত্র ছাত্রীদের কথা চিন্তা লংগদু জোন এই কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।