

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ রাজস্থলীতে গাইন্দ্যা ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসচ্ছল এবং দারিদ্র্য ৪ টি ফোরামকে নগদ ৮ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় শান্তির আলো উন্নয়ন সংস্থার উদ্যোগে সিসিডিবি- সিপিআরপি বান্দরবানের সহযোগিতায় এবং টিয়ার ফান্ড বাংলাদেশের অর্থায়নে গাইন্দ্যা ইউনিয়ন পরিষদে এই চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
শান্তির আলো উন্নয়ন সংস্থার রাজস্থলী উপজেলা কো-অর্ডিনেটর ভিনেট দেওয়ানের সঞ্চালনায় এবং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিং মং মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক হাবীবুল্লাহ মিসবাহ, শান্তির আলো উন্নয়ন সংস্থার রাঙ্গামাটির জেলা নির্বাহী কর্মকর্তা নিরুপন চাকমা।
এসময় বক্তারা শান্তির আলো উন্নয়ন সংস্থার বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নমুলক কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সরকারের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল এবং দারিদ্র্য দূরীকরণে শান্তির আলো উন্নয়ন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান বক্তারা।
উপকারভোগীরা সংস্থাটির সহযোগিতার বিষয়টি সকলের সম্মুখে এনে কৃতজ্ঞতা প্রকাশ করেন।