

নিজস্ব প্রতিবেদক::
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের ৮টি গ্রাম হতে মোট ১৬৬ পরিবারের নিকট খাদ্য সামগ্রী প্যাকেজ বিতরণ করা হয়েছে। প্যাকেজ বিবরণ: প্রতি পরিবার চাউল ৬০ কেজি, ডাল ১ কেজি, লবণ ২ কেজি, ভোজ্য তেল ২ লিটার, শুটকি সিদোল ৫০০ গ্রাম।
আজ ১৩ অক্টোবর ২০২৫ খ্রি. সোমবার স্টার্ট ফান্ড বাংলাদেশ এর পৃষ্ঠপোষকতায় কারিতাস বাংলাদেশ এর কারিগরী সহযোগিতা নিয়ে জাবারাং কল্যাণ সমিতি সাজেক ইউনিয়নে ইঁদুর বন্যার কারণে ক্ষতিগ্রস্ত জুমচাষীদের মাঝে এই খাদ্য সামগ্রী প্যাকেজ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
Alert B0-67 প্রকল্পের আওতায় জাবারাং কল্যাণ সমিতি ৪৫ দিন প্রকল্প মেয়াদের মধ্যে মোট ৪৬৬ পরিবারের জন্য ২ মাসের এবং ১৪০ পরিবারের জন্য ১ মাসের খাদ্য সামগ্রী প্যাকেজ বিতরণ করা হবে।
খাদ্য সামগ্রী প্যাকেজ গ্রহণের পর একজন প্রকল্প অংশগ্রহণকারী পুরাতন থাংনাং পাড়াবাসী শাসন ত্রিপুরা ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়ামাত্র ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সাড়া প্রদান করতে এগিয়ে আসায় স্যার্ট ফান্ড, কারতাস ও জাবারাং কল্যাণ সমিতি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন- সাজেক ইউনিয়নে এই প্রকল্পের নির্বাচিত ২৮টি পাড়া ছাড়াও আরও ২৫ টার অধিক পাড়ায় অনেক জুমচাষী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জন্যও ত্রাবের ব্যবস্থা করা প্রয়োজন বলে মত দেন।
বিতরণের শুরুতে প্রকল্পের ফোকাল জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে গত মাসে বিতরণকৃত প্যাকেজের খাদ্য সামগ্রীর গুণগত মান এবং স্বাস্থ্যবিধি চর্চার বিষয় জানতে চান। এ পর্বে অংশগ্রহণকারী অনেকেই স্বাস্থ্যবিধি পালন করতে গিয়ে ব্যবহারের জন্য এবং পানীয় জলের সংকটের কারণে স্বাস্থ্যবিধি মেনে চলতে কষ্ট হয় বলে জানিয়েছেন। এজন্য তারা ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন এবং উন্নয়ন সংস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য, বিতরণ অনুষ্ঠানে সাজেক ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার মন্টু কুমার ত্রিপুরা উপস্থিত ছিলেন।