![](https://dainikalokitopahar.com/wp-content/uploads/2025/02/IMG-20250209-WA0023-1.jpg)
![](https://dainikalokitopahar.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে জীপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে তিন জন পর্যটক গুরতর আহত হয়েছে। বিজিবির সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বিজিবির সূত্রে জানাযায় ৯ ফেব্রুয়ারী রবিবার সকাল সাড়ে ৯ ঘটিকায় খোলা জীপে পর্যটক নিয়ে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে দশ নাম্বার হাজাছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা দেয় এসময় জীপে থাকা পর্যটকদের মধ্যে তিনজন মাথায় আঘাত পেয়ে গুরতর আহত হয়। পরে সংবাদ পেয়ে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ৫৪ বিজিবির সদস্যরা । আহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তারা হলেন মো: আব্রাহাম শাহরিয়ার (২২) চব্বিশ সেনপাড়া আদর্শ রোড মীরপুর ঢাকা ও ড্রাইভার মো: মুছা (২৫) তবলছড়ি মাটিরাঙ্গা খাগড়াছড়ি। অপর একজন বয়স্ক পর্যটকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।