অসহায়দের সহায়তা দিয়ে নতুনভাবে যাত্রা শুরু করলো আল হারুন ফাউন্ডেশন

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি
মানবতার কল্যাণে নতুন অধ্যায়ের সূচনা করলো “আল হারুন ফাউন্ডেশন”। সংগঠনের উদ্যোগে গরীব, অসহায়, দিনমজুর, বিধবা ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে চাউল বিতরণের মাধ্যমে ফাউন্ডেশনটির আনুষ্ঠানিক কার্যক্রমের যাত্রা শুরু হয়।

৩১ অক্টোবর (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার জেলা রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে আল হারুন ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এ চাউল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন আল হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ মুহাম্মাদ আবদুল্লাহ হারুন আজিজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মাহবুবুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইসমাইল। শতাধিক কর্মহীন, অসহায়, বিধবা ও গরীব শিক্ষার্থীদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাউল বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান শাইখ আবদুল্লাহ হারুন আজিজী বলেন, “আমার পরম শ্রদ্ধেয় মরহুম দাদাজান আল্লামা নজির আহমদ রহমাতুল্লাহ আলাইহির পরম শ্রদ্ধেয় পীর ও মুর্শিদ মরহুম হারুন (রাহঃ) সহ আমার শ্রদ্ধেয় আব্বাজানের নামে প্রতিষ্ঠিত আল হারুন ফাউন্ডেশন মানবতার কল্যাণে ও আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করবে। এ ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও জানান, ফাউন্ডেশনটি ভবিষ্যতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, গভীর নলকূপ স্থাপন, বন্যা ও দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, অনাথ ও অসহায় কন্যাদের বিয়েতে সহায়তা, চিকিৎসা ব্যয় বহন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শীতবস্ত্র বিতরণ এবং ঈদ উপলক্ষে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণসহ নানা মানবিক উদ্যোগ বাস্তবায়ন করবে। তিনি আরও বলেন “আল হারুন ফাউন্ডেশন হবে একটি ব্যতিক্রমী মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান। সমাজের বিত্তবানরা যদি এমন উদ্যোগে এগিয়ে আসেন, তবে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল নজির ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুর রাজ্জাক, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহ্বায়ক ও সাংবাদিক আবদুল হামিদ, দৈনিক ইত্তেফাক ও দৈনিক কর্ণফুলী পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আবদুর রশিদ, শিক্ষা পরিচালক মুফতি মাওলানা রিদুয়ানুল হক, শিক্ষক মাস্টার ইস্কান্দার, হাফেজ মাওলানা ইসমাইলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত কামনুর নাহার,জহুরা খাতুন বলেন “এমন সহায়তা আমাদের মতো দরিদ্র পরিবারের জন্য বড় আশীর্বাদ। বিশেষ করে যাদের উপার্জনক্ষম ব্যক্তি নেই, তাদের জন্য এটি অস্থায়ী হলেও অনেক স্বস্তি এনে দেবে।”

চাউল বিতরণ কর্মসূচি শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম মাওলানা নজির আহমদ (রহ.)-এর আত্মার মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সবাই নতুনভাবে যাত্রা শুরু করা আল হারুন ফাউন্ডেশনের সফলতা ও স্থায়িত্ব কামনা করেন।