
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গ্রেপ্তার হয়েছেন ।
২৬ অক্টোবর মঙ্গলবার দুপুর ১.২০ মিনিটে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে তাকে আটক করা হয়। আটক করেন ঈদগাঁও থানার এস, আই বদিউলের নেতৃত্বে পুলিশের একটি টিম। অন্যদিকে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের আরেকটি দল আটক অভিযানে অংশ নেন। গ্রেপ্তারকৃত রাজ্জাক ইতোপূর্বে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন নিয়েছিলেন।
মঙ্গলবার দুপুরে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে যান। এ চেয়ারম্যান হত্যা মামলার এক নম্বর আসামি। ১৪-০৩-২৫ সালের রাত্রে হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। জমি-জমার বিরোধ কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
এতে নিহত হন হাবিবুল হুদা চৌধুরী প্রকাশ কালূ। তিনি ইসলামাবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড পাহাশিয়াখালী সিকদার পাড়ার বাসিন্দা।
নিহত ব্যক্তির পিতার নাম শামসুল হুদা চৌধুরী। গ্রেপ্তারকৃত চেয়ারম্যানও একই এলাকার মমতাজ আহমেদের পুত্র। মামলার বাদি হচ্ছেন মরহুমের পুত্র এডভোকেট আবিদুল হুদা চৌধুরী।
মরহুমের অপর পুত্র ছাত্র প্রতিনিধি সাদিদুল হুদা চৌধুরী জানান, উক্ত মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। পরে হাইকোর্ট থেকে এ মামলায় পাঁচজন আগাম জামিন নেন। ছয় সপ্তাহের জন্য তাদেরকে জামিন দেয়া হয়। জামিন প্রাপ্তরা ছিলেন জাফর আলম, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, জাহেদুল ইসলাম এবং মোঃ করিম প্রকাশ মাৎকরি। এ মামলায় বর্তমানে এ পাঁচজনই জেলে রয়েছেন। পরে হাইকোর্ট থেকে আরও তিনজন আগাম জামিন নেন। এরা হলেন মোজাম্মেল হক, মোতাহের এবং গিয়াস উদ্দিন বাবুল।
সাদিদুল হুদা চৌধুরী আরো জানান, গ্রেপ্তারকৃত রাজ্জাকের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও আরো চার-পাঁচটি মামলা রয়েছে। তবে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়নি। নিহতের শালা হাসান তারেকের সাথে যোগাযোগ করলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেন।