

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও::
কক্সবাজার জেলার ঈদগাঁওতে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলা শাখা ২৯ মার্চ বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনটির ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা শামসুল হক আজিজী। “মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র” এ স্লোগানে আয়োজিত ইফতারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মহাদ্দিস আমিরুল ইসলাম মীর। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী। প্রধান আলোচক ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন। প্রধান মেহমান ছিলেন জাতীয়তাবাদী দল- বিএনপির ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি আবুল কালাম চেয়ারম্যান। বিশেষ মেহমান ছিলেন ঈদগাঁও উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা নেজাম উদ্দিন সুলাইমানি, জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোস্তফিজুর রহমান চৌধুরী, মাওলানা মারওয়ান সিদ্দিক রিফাত, যুব অধিকার পরিষদ ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি মনছুর আলম, উপজেলা যুব আন্দোলন সভাপতি মিজানুর রহমান বাহারী, উপজেলা ছাত্র আন্দোলন সভাপতি হাফেজ মাওলানা ওসামা বাহারী ও সহ-সভাপতি হাফেজ মোঃ মোরশেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামি আন্দোলনের উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা ইসমাইল ও যুব আন্দোলনের উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ মিছবাহ।