

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।
ঈদগাঁওতে আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী জ্ঞাত করণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল সোমবার বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কেন্দ্র কমিটি ২০২৫ এর চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা এতে প্রধান অতিথি হিসেবে নির্দেশনা প্রদান করেন।
শুরুতে পরীক্ষার নিয়মাবলী সংক্রান্ত পত্র বিতরণ করেন পরীক্ষা কমিটির সদস্য আনিসুর রহমান। হযরত উম্মে হানি (রাঃ) আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সুপার মোঃ সলিম উল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত এবং স্বাগতিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অশ্রু রায়ের পবিত্র গীতা পাঠের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে উপস্থিত কেন্দ্র কর্মকর্তা ও কক্ষ প্রত্যবেক্ষকগণ নিজ নিজ পরিচিতি উপস্থাপন করেন। কেন্দ্র ও প্রতিষ্ঠান ভিত্তিক পরীক্ষার্থীর পরিসংখ্যান উপস্থাপন করেন এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্স- ৪ এর কেন্দ্র সচিব শফিউল আলম, এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্স- ২ এর কেন্দ্র তত্ত্বাবধায়কের প্রতিনিধি আব্দুল মজিদ খান এবং দাখিল পরীক্ষা কেন্দ্র কক্স- ২ এর কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছৈয়দ।
পরীক্ষা পরিচালনায় প্রত্যবেক্ষক গণের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোহাম্মদ মহিউদ্দিন, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম হোছাইনী, খোদাইবাড়ি এ, জি লুৎফুল কবির আদর্শ বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছৈয়দ এবং পোকখালি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম।
এতে কক্ষ পর্যবেক্ষকদের প্রশ্ন ও দাবির উত্তর বিষয়ে কথা বলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য দেন চৌফলদণ্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম। উপস্থিত ছিলেন ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ বদরুল আলম, ইসলামাবাদ মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক শহিদুল হক, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল। কর্মশালায় এসএসসি পরীক্ষা কেন্দ্র ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষা কেন্দ্র ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় এবং দাখিল পরীক্ষা কেন্দ্র ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারি সুপার, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সহ কক্ষ প্রত্যবেক্ষকগণ অংশ নেন।