মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: দুই দিনব্যাপী ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ৯ অক্টোবর বুধবার ঈদগাঁওতে শুরু হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক ক্রীড়াবিদ সমিতির সহায়তায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন হওয়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। সভাপতিত্ব করেন প্রতিযোগিতার আহ্বায়ক ও ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন- কেজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার সদস্য সচিব শফিউল আলম সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসা সমূহের সুপার ও ক্রীড়া শিক্ষকবৃন্দ। তিনটি ইভেন্টের মধ্যে প্রথম দিন বালক ও বালিকা বিভাগে ছোট ও বড় গ্রুপে দাবা ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে কাবাডি (বালক-বালিকা) ও দাবা বালক (বড়-ছোট) তে চ্যাম্পিয়ন হয়েছে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন। আর দাবা বালিকা (বড়-ছোট) তে চ্যাম্পিয়ন হয়েছে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়।
বৃহস্পতিবার ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসা পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরে পুরস্কার বিতরণ করা হবে।