
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সবচেয়ে প্রাচীণ সাংবাদিক সংগঠন ‘ঈদগাঁও প্রেস ক্লাব’ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জুমাবার (১৪ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম। সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের সঞ্চালনায় কোরান তেলাওয়াত করেন আজিজুর রহমান রাজু।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সি. সহ-সভাপতি জাহাঙ্গীর বাঙ্গালি, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন, শফিউল আলম আজাদ, নাছির উদ্দিন পিন্টু, আবু হেনা সাগর, ওসমান গনি ইলি, এম, ছরওয়ার সিফা, হাফেজ বজলুর রহমান, আলা উদ্দিন, কাউছার উদ্দিন শরিফ, এনামুল হক প্রমুখ।
এ সময় ঈদগাঁও প্রেস ক্লাবের সদস্য নবায়ন, অফিস উদ্বোধন, উন্নয়ন, সংস্কার ও বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।