এত জ্ঞানী-গুনীর সমাগমই প্রমাণ করে জসিম স্যার কত অনুকরণীয় ছিলেন

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও
প্রধান শিক্ষক জসীম উদ্দীনের কর্মজীবনের নিষ্ঠা, দায়িত্ববোধ, আন্তরিকতা ও নৈতিকতা ছিল অত্যন্ত প্রশংসনীয়। তিনি মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ বিশ বছরেরও অধিক সময় প্রধান শিক্ষক ছিলেন। বিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখেন। শিক্ষক- শিক্ষার্থীদের সাথে ছিল তার সুমধুর সম্পর্ক। অভিভাবকদের তিনি খুবই সম্মান করতেন। স্কাউট আন্দোলনেও তিনি প্রশংসনীয় অবদান রেখেছেন। মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার ছিল তার শেষ কর্ম দিবস। এ উপলক্ষে বিদ্যালয় পরিবার তার সম্মানে বিকেল থেকে রাত পর্যন্ত বিদায় সংবর্ধনার আয়োজন করেন। বিদ্যালয়ের গ্রাউন ফ্লোরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম।

প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান ভূঁইয়া। প্রধান মেহমান ছিলেন জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ হানিফ মিয়া, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম হোছাইনী, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর মোহাম্মদ, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম, মুক্তারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম, ঈদগাঁও গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার, ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেকুয়া বেগম, মেহের ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা ইয়াসমিন, ধর্মের ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হোসাইন ও জেলা স্কাউটের সাবেক সম্পাদক তপন কান্তি। অতিথি ছিলেন জালালাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুরুল আলম, প্যানেল চেয়ারম্যান মেম্বার কামাল হোছাইন ও মেম্বার তসলিমা আকতার। সম্বর্ধিত অতিথির বক্তব্য রাখেন মোঃ জসীম উদ্দীন। কর্মরতদের পক্ষে বক্তব্য দেন সহকারী শিক্ষক আমেনা জান্নাত।

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় সামিয়া রশিদ তানিয়া। অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় শোয়াইব মোহাম্মদ জায়েদ, শাহ মোঃ বায়েজিদ ও জারিন হাদিকা নাফিয়া। মানপত্র পাঠ করে ছাবিতুর রশিদ। পবিত্র কোরআন তেলাওয়াত করে মুরারবাদ আহসান। শুরুতে স্বাগত বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ছৈয়দ নূর। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক আর, ই, জে, নুসরাত জাহান।

উপস্থিত প্রধান শিক্ষকদের মধ্যে ছিলেন নাজমা তাহেরা, রেহেনা বেগম, দিল মোহাম্মদ, শাহীন আক্তার, আনোয়ারা আক্তার, সহকারি শিক্ষক ঐক্য পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈদগাঁও উপজেলার সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, কাজী নুরুল আলম, জেলা স্কাউটস সম্পাদক আনছারুল করিম, জেলা স্কাউটস লিডার ফরিদুল আলম, জেলা কাব লিডার নাছির উদ্দীন, মোহাম্মদ ইব্রাহিম খলিল, আব্দুল মজিদ খান, আব্দুস সালাম, আ, ন, ম, আজগর হোসেন ও ডেজিনা ইয়াসমিন। অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে জাহেদা বেগম, আবদুল আজিজ, ছৈয়দ আলম, সিরাজুল ইসলাম, ৮২ ব্যাচ মেটদের পক্ষে নুরুল আজিম, আবু তাহের, ওমর আলী উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন শাব্বির আহমদ, মোঃ ইমরান আলী চৌধুরী, আবুল মরগোব এমদাদ আহমদ, রফিকুল ইসলাম, জানে ই আলম আজাদ, মনছূর উদ্দিন, মোহাম্মদ আয়ুব, মোহাম্মদ জিয়াউল হক, সমীর পাল, শাহীন আক্তার, রোজিনা আক্তার, রওশন জাহান, সায়মা জেসমিন, জেসমিন আক্তার, জামাল উদ্দিন, তাবেয়ীন আশরাফি, মোছাম্মৎ সেতারা বেগম, মোহাম্মদ আনোয়ারুজ্জামান, আজিজুল হক, মোস্তফা হেলালী, এইচ, এম, শফি উল্লাহ, আবু হান্নান, রেহেনা আকতার, রোজিনা আক্তার, মতিউর রহমান, হোছাইনিসহ কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষক ও অত্র বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ। শেষে আমন্ত্রিত অতিথি ও বিদায়ী প্রধান শিক্ষককে ক্রেস্ট ও নানা উপহার দেয়া হয়। শুরুতে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন অত্র বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক বৃন্দ। নৃত্য পরিবেশন করে তানিশা ও তার দল।