কক্সবাজারের চারটি আসনে এবার লড়াই বেশ জমে উঠবে

ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনের মধ্যে ৩ টি আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার বিএনপি ঘোষিত ২৩৭ প্রার্থীর মধ্যে এই ৩ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। অপর আসন কক্সবাজার ২ মহেশখালী-কুতুবদিয়া আসনের বিএনপির প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান দলটির মহাসচিব মির্জা ফাখরুল ইসলাম।

ঘোষিত ৩ টি আসনের প্রার্থীর মধ্যে কক্সবাজার ১ চকরিয়া-পেকুয়া আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। কক্সবাজার ৩ কক্সবাজার সদর, রামু-ঈদগাঁও আসনের প্রার্থী বিএনপির কেন্দ্রিয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। কক্সবাজার ৪ উখিয়া-টেকনাফ আসনের প্রার্থী সাবেক হুইপ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

ঘোষিত বিএনপির ৩ প্রার্থীর মধ্যে লুৎফুর রহমান কাজল একবারের হলেও অপর দুই প্রার্থী স্ব-স্ব আসনে ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।
ইতিমধ্যে কক্সবাজারের ৪ টি আসনে জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। এর মধ্যে কক্সবাজার ১ চকরিয়া-পেকুয়া আসনে আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার ২ মহেশখালী-কুতুবদিয়া আসনে এএইচএম হামিদুর রহমান আযাদ, কক্সবাজার ৩ কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনে শহিদুল ইসলাম বাহাদুর ও কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনে নুর আহমদ আনোয়ারী জামায়াত প্রার্থী।