ঈদগাঁও প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে কক্সবাজার জেলার সাতটি উপজেলায় একযোগে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদায়ন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে রদবদলের এ আদেশ জারি করা হয়।
প্রথম ধাপে কক্সবাজারের পেকুয়া, চকরিয়া, ঈদগাঁও, মহেশখালী, টেকনাফ, রামু ও সদর উপজেলায় নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। তবে কুতুবদিয়া ও উখিয়া উপজেলায় নতুন কাউকে পদায়ন করা হয়নি।
কক্সবাজারের সাত উপজেলায় পদায়নকৃত নতুন ইউএনওগণ হলেন কক্সবাজার সদর উপজেলায় রংপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা তানজিলা তাসনিম, পেকুয়ায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মাহবুব আলম মাহবুব, রামু উপজেলায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. ফজলে রাব্বানী চৌধুরী, চকরিয়ায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার শাহীন দেলোয়ার, মহেশখালীতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ইমরান-মাহমুদ-ডালিম, ঈদগাঁওতে বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের একান্ত সচিব মীর কামরুজ্জামান কবির, টেকনাফে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক মো. ইমামুল হাফিজ নাদিম।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/