ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।
বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (রাহ.) এর ওফাত দিবসে ফাতেহা-এ ইয়াজ দাহুম উপলক্ষে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে অনুষ্ঠিত মাহফিলে ইছালে ছওয়াব শেষ হয়েছে।
৪ অক্টোবর শনিবার ভোরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশের আয়োজনে দুইদিনব্যাপী এ মাহফিল সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ আবদুল হাই নদভী। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনাদর্শেই মানবতার মুক্তি, সমৃদ্ধি, শান্তি ও স্বস্তি নিহীত রয়েছে। বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম, এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহসহ প্রখ্যাত আলেম-ওলামাগণ বক্তব্য রাখেন।
পরে আখেরী মোনাজাত পরিচালনা করেন আল্লামা বায়তুশ শরফের পীর শায়খ আবদুল হাই নদভী। এতে বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/