

ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল ১৭ অক্টোবর শুক্রবার ভোরে কক্সবাজার পৌরসভাস্থ গোলদিঘীর উত্তর পাড়ে একটি মিনি ট্রাক দেখতে পায়। সন্দেহজনক মনে হলে গাড়িটির সামনে অগ্রসর হয় তারা । তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে মিনি ট্রাকটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পুলিশের টিম গাড়িটির পিছু নেয়। এক পর্যায়ে মিনি ট্রাকটি বৌদ্ধ মন্দির সড়কে ফেলে রেখে গাড়ির ড্রা্ইভার ও সহকারী পালিয়ে যায়। পরে মিনি ট্রাকটি তল্লাশি করে ১০ বস্তা চোলাই মদ (মোট পরিমাণ প্রায় ২০০ লিটার) উদ্ধার করে গাড়িটি জব্দ করা হয়।
পলাতক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে এক প্রেস রিলিজে জানান কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস। তিনি আরো যোগ করেন, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুইশত লিটার চোলাই মদ এবং ১ টি মিনি ট্রাক।