গর্জনিয়া-কচ্ছপিয়া লাইন পরিচালনা কমিটি গঠিত

রামু প্রতিনিধি
কক্সবাজার জেলার রামুর গর্জনিয়া-কচ্ছপিয়া লাইন পরিচালনা কমিটি অনুমোদন দিয়েছে কক্সবাজার জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। সোমবার, ১৩ অক্টোবর বিকালে কক্সবাজার জেলা সিএনজি, অটোরিক্সা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং- চট্ট মেট্রো-১৪৯১) এর প্রধান কার্যালয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। নবগঠিত এ লাইন পরিচালনা কমিটিতে নুরুল হুদা সভাপতি এবং শামসুল আলম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা সিএনজি, অটোরিক্সা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন। সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রামু, গর্জনিয়া, কচ্ছপিয়া লাইন পরিচালনা ও যাত্রী সেবার মান নিয়ে আলোচনা করা হয়। সভায় সংগঠনের জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকসহ উপস্থিত সকল নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটি বিলুপ্ত করে গর্জনিয়া-কচ্ছপিয়া লাইন পরিচালনার জন্য ১১ সদস্যের নতুন কমিটি ঘোষনা করেন। কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি কামরুল হাসান ও নবী আলম, সহ সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহিবুল্লাহ, অর্থ সম্পাদক মো. আইয়ুব, দপ্তর সম্পাদক হাবিব উল্লাহ, প্রচার সম্পাদক আশিক উল্লাহ, সদস্য মো. তুষার ও মো. ফরিদ।

সভায় কক্সবাজার জেলা সিএনজি, অটোরিক্সা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নবগঠিত এ কমিটির অনুমোদন দেন। নবগঠিত এ লাইন পরিচালনা কমিটি কর্তৃক গর্জনিয়া বাজার টু রামু, গর্জনিয়া বাজার টু বাইশারী, গর্জনিয়া বাজার টু লেবুছড়ি লাইন পরিচালিত হবে।