তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করলো ঈদগাঁও আধুনিক হাসপাতাল

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।
তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে ঈদগাঁও আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ২২ অক্টোবর বুধবার দিনব্যাপী এ কার্যক্রম চলেছে। প্রতিষ্ঠানটি এ উপলক্ষে সকল ধরনের ল্যাব টেস্টের উপর শতকরা ৫০ টাকা ছাড়ও দিয়েছে। ৩য় বর্ষপূর্ত উপলক্ষে হাসপাতালটিকে সাজানো হয়েছে নতুন সাজে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন জানান, ১২ জন চিকিৎসক সকাল ৯ টা থেকে রাতে এ রিপোর্ট লিখা পর্যন্ত চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিলেন। কর্মরত ডাক্তাররা সম্পূর্ণ ফ্রিতে রোগীদের ব্যবস্থাপত্র ও পরামর্শ দিচ্ছিলেন।

হাসপাতালের এ পরিচালক আরো জানান, দূর-দূরান্ত থেকে আগত রোগীদেরকে জেনারেল সার্জারি, মহিলা রোগী, শিশু রোগী, চর্ম ও যৌন রোগী, মেডিসিন, বাত- ব্যাথা, নাক, কান ও গলা রোগীদের ভিজিট সহ আলট্রা সেবা দেয়া হয়েছে।

হাসপাতালটির নিজস্ব ৬০ জন স্টাফ সহ দুইজন
এফ সি পি এস চিকিৎসক যথাক্রমে ডাক্তার জাকির হোসেন মিশু ও ডাক্তার জিন্নাতুন্নেসা শিশু চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন।
একাধিকবার সরেজমিন পরিদর্শনে দেখা গেছে হাসপাতালটির নিচতলা ও ছাদের উপর শামিয়ানা টাঙ্গিয়ে রোগীদেরকে সেবা দেয়া হচ্ছিল। পুরো হাসপাতালটির অভ্যন্তরে আগত রোগীরা ভিড়ভিড় করছিলেন।