ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।
জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলা কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলা কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম। বাজারের স্থানীয় একটি মিলনায়তনে সংগঠনটির সাধারণ সম্পাদক এম, ছরওয়ার সিফার পরিচালনায় ভবিষ্যতে সংগঠনের কার্য পরিচালনা সম্পর্কে মতামত পেশ করেন সিনিয়র সহ-সভাপতি এম, শফিউল আলম আজাদ। ভবিষ্যৎ কর্ম প্রক্রিয়া, পরিকল্পনা প্রণয়ন ও সম্ভাব্য করণীয় নিয়ে উম্মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক গিয়াস উদ্দিন, ফ্রিল্যান্সার এনামুল হক, রাশেদুল আমির চৌধুরী, মনজুর আলম প্রমুখ।
এতে পূর্ণাঙ্গ কমিটি গঠন, সদস্য বৃদ্ধিকরণ, অফিস স্থাপন, বার্ষিক আনন্দ ভ্রমণের আয়োজন, সদস্যদেরকে অভিন্ন ড্রেস প্রদান সহ জনকল্যাণমূলক বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় আলু, ডাল, চিনির মূল্য কমলেও কতিপয় হোটেলে চা, সিংগারা, ছমুচা, আমিত্তি, জিলাপি সহ অন্যান্য খাদ্যদ্রব্যের নাম না কমানোয় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। হোটেল মালিকপক্ষ বিষয়টি আমলে না নিলে সংগঠনভুক্ত সাংবাদিকরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
উপস্থিত সাংবাদিকরা দ্রব্যমূল্যের বর্তমান বাস্তবতা বিবেচনায় তাদের উৎপাদিত খাদ্যদ্রব্যের মান অনুযায়ী মূল্য সমন্বয়/ নির্ধারণ করবেন বলে আশা প্রকাশ করেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/