

এম. এ.রহমান সীমান্ত, উখিয়া::
কক্সবাজার সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)’র অভিযানে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। যার মূল্য ৭২ লাখ টাকা। এ সময় এক ইয়াবা পাচারকারীকে আটক করা হয়।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৮টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে খুনিয়াপালং ব্রিজ এলাকা থেকে একটি ইজিবাইক আটক করা হয়। চালকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে প্রথমে মাদক বহনের বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে ইজিবাইকটির চালকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো এসব ইয়াবা পাওয়া যায়। আটককৃত যুবক রামুর রাবেতা দক্ষিণ ধেচুয়াপালং এলাকার আবদুল্লাহর ছেলে নুরুল আবছার (২৫)।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, রামু ব্যাটালিয়ন সবসময় সীমান্ত সুরক্ষা এবং মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করছে। মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।