মানবাধিকার কমিশন রামু শাখার মিলনমেলা

সোয়েব সাঈদ, রামু
বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু উপজেলার শাখার উদ্যোগে বার্ষিক পারিবারিক মিলনমেলা ও চড়ুইভাতি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রামু উপজেলার সমুদ্র উপকুলীয় পর্যটন স্পট হিমছড়ি স্টোন ফরেষ্ট রেস্টুরেন্টের মনোরম পরিবেশে সোমবার, ৩ ফেব্রুয়ারি এ মিলনমেলা সম্পন্ন হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু উপজেলার শাখার সভাপতি হাফেজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালমান শাহ আবীর। অনুষ্ঠানে রামু চৌমুহনী স্টেশনে ড্রেন সংস্কার, ফুটপাত নির্মাণ, ডাস্টবিন স্থাপন ও সৌন্দর্যবর্ধন কাজের মাধ্যমে পুরো স্টেশনকে দৃষ্টিনন্দন করায় চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকিকে সম্মাননা প্রদান করা হয়। মিলনমেলায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উখিয়া কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ছৈয়দ আকবর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোসাইন আহমদ আনসারী, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মৌলানা বখতেয়ার আহমদ, রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ সিকদার, বিশিষ্ট ঠিকাদার ইউনুচ খান, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের মেম্বার রাবেয়া বসরী, কাউয়ারখোপ ইউনিয়ন সভাপতি ওবাইদুল কাইছার, ঈদগড় ইউনিয়ন সভাপতি জাফর ইকবাল, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন সভাপতি মোক্তার আহমদ, রশিদনগর ইউনিয়ন সভাপতি জাফর মাজেদ, খুনিয়াপালং ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ডা. সানা উল্লাহ নুরী, রাজারকুল ইউনিয়ন কমিটির সদস্য মাহফুজুর রহমান ছিদ্দিকী, ব্যবসায়ি মো. তাহের মিয়া ও মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ সংবর্ধিত অতিথি চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকির হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সকালে জাতীয় সংগীতের মাধ্যমে মিলনমেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকালে পরে র‌্যাফেল ড্র এবং বিশেষ মোনাজাত এর মাধ্যমে দিনব্যাপী আয়োজন সম্পন্ন হয়।