রামু প্রতিনিধি
রামুতে ডাকভাঙ্গা বাংলাদেশ এর উদ্যোগে সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার, ১৮ নভেম্বর সকালে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ জুয়েল তালুকদার।
মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরেফা আক্তার রিফা, মনিরঝিল ফিডার স্কুলের সভাপতি আবদুর রহিম প্রমূখ। এছড়াও বিদ্যালয় সমূহের শিক্ষক, পরিচালনা কমিটির নেতবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সেলাই প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষণার্থী ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ জুয়েল তালুকদার জানিয়েছেন- ভিলেজারপাড়া ফিডার স্কুল এলাকার ২০ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীকে সম্প্রতি ৩ মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া মনিরঝিল ফিডার স্কুলের আওতায় ৩০ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীকে সম্প্রতি ৩ মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ দেয়া হয়েছে। সর্বমোট ৪০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহনকারিদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারি ৪ জন নারীকে মঙ্গলবার সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়াও বিউটিশিয়ান ও সেলাই প্রশিক্ষণের জন্য জরিপ কার্যক্রম চলছে। যা আগামী জানুয়ারি মাসে শুরু হবে। এসব প্রশিক্ষণের ফলে এলাকার যুবসমাজ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে। বাড়বে আত্মকর্মসংস্থান। স্বাবলম্বী হবে এখানকার দরিদ্র পরিবারগুলো।
উল্লেখ্য রামুর কাউয়ারখোপ ইউনিয়নের দূর্গম এলাকা মৈষকুম এবং কচ্ছপিয়া ইউনিয়নের দূর্গম এলাকা ডাকভাঙ্গা গ্রামে ডাকভাঙ্গা বাংলাদেশ নামে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠিত দুটি বেরসকারি প্রাথমিক বিদ্যালয় ও ২টি ফিডার স্কুল প্রতিষ্ঠা করে। এরফলে এসব অবহেলিত জনপদের শিশুরা মানসম্মত শিক্ষা অর্জনের সুযোগ পাচ্ছে।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/