রামুতে বাল্য বিয়ে ও নারীর প্রতি সহিংসতা রোধে গণনাটক প্রদর্শন

সোয়েব সাঈদ, রামু: কক্সবাজারের রামুতে বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে বাল্য বিয়ে ও নারীর প্রতি সহিংসতা রোধে গণনাটক প্রদর্শিত হয়েছে। সোমবার বিকালে রামুর চৌমুহনী স্টেশনের পাশর্^বর্তী কেন্দ্রীয় সীমা বিহার মাঠে এ নাটক পরিবেশিত হয়।

বাংলাদেশ সরকারের সার্বিক তত্বাবধানে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ এর সহযোগিতায় হেলর্থ এন্ড জেন্ডার সাপোর্ট প্রজেক্ট সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে এ গণনাটক প্রদর্শিত করা হয়। নাটক দেখার জন্য বিভিন্ন গ্রামের শতশত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

ৎনাটকটি পরিবেশন করে পপুলার থিয়েটার। সার্বিক সহযোগিতায় ছিলেন- ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার মিজানুর রহমান ও স্বেচ্ছাসেবক বাপ্পী কুমার ঘোষ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- স্যোশাল মুবিলাইজার উত্তম কুমার বড়ুয়া।