রামুর গর্জনিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধা দেয়ায় ২ জুলাইযোদ্ধার উপর হামলা

রামু প্রতিনিধি
কক্সবাজার জেলার রামুর গর্জনিয়ায় অবৈধভাবে বালি উত্তোলনের প্রতিবাদ করায় বিএনপি ও শ্রমিকদল নেতা কর্তৃক ২ জুলাইযোদ্ধার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার, ১৫ অক্টোবর বিকাল তিনটার দিকে গর্জনিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- মো. হাবিব ও মো. রিদুয়ান।

হামলার শিকার মো. হাবিব জানান, গর্জনিয়া ইউনিয়নের গয়ালমারা, শিকদার পাড়া, রাজঘাটসহ বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন করে আসছিলেন- কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি কলিম উল্লাহ ও কচ্ছপিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. একরামের নেতৃত্বে ৭/৮ জনের সিন্ডিকেট। ইজারাকৃত স্থানের বাইরে অন্য স্থান থেকে অবৈধ বালু উত্তোলন করায় তারা এর প্রতিবাদ জানান।

এরই জের ধরে বুধবার বিকাল ৩টার দিকে গর্জনিয়া বাজারে বিএনপি নেতা কলিমুল্লাহ ও শ্রমিকদল নেতা মো: একরামের নেতৃত্বে ৭/৮ জন ব্যক্তি তাকে এবং তার সাথে থাকা রিদুয়ানকে ঘিরে ফেলে এবং এক পর্যায়ে কিলঘুষি ও লাটিসোটা দিয়ে পিটিয়ে তাদের আহত করে। বাজারে উপস্থিত লোকজন এগিয়ে এলে হামলাকারিরা সটকে পড়েন।
এ ঘটনা অভিযুক্ত কলিম উল্লাহ হামলার বিষয়টি স্বীকার করে জানান- হাবিব ও রিদুয়ানরা তাদের বালু মহাল নিয়ে ডিস্টার্ব করছিল। তাই তাদের হালকা থাপ্পড় দিয়েছেন।
হামলার স্বীকার রিদুয়ান অভিযোগ করেছেন, এ হামলায় ইউনুস নামের আরও একজন আহত হয়েছে। হামলাকারিরা আবারও তাদের উপর হামলা ও গুম করারও হুমকি দিয়েছেন। এ কারণে তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

হামলায় আহত মো. হাবিব ও মো. রিদুয়ান রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, আমরা হামলার তথ্য পেয়েছি এবং তদন্ত টিম ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্তারিত জেনে ব্যবস্থা নিব।