রামুর জনগুরুত্বপূর্ণ সড়ক দখল করে প্রভাবশালীর স্থাপনা

রামু প্রতিনিধি
কক্সবাজার জেলার রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের বণিক পাড়ায় চলাচলের সড়ক দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় চরম দূর্ভোগ পোহাচ্ছে শতাধিক বাসিন্দা। এলাকার জনপ্রতিনিধি ও সমাজ কমিটির নেতৃবৃন্দের সিদ্ধান্ত অমান্য করে অব্যাহত রেখেছে জবর-দখল ।

ওই এলাকার ভুক্তভোগী মিঠু ধর, রবি ধর, শিমুল ধর জানান- বণিক পাড়ার ডাইল পাড়ায় ২০ টি পরিবারের প্রায় শতাধিক মানুষের বসবাস। এ সড়ক দিয়ে স্থানীয় মানুষের চলাচলের পাশাপাশি সিএনজি, টমটম ও স্কুলগামী শিশু এবং রোগী পরিবহনের যানবাহন নিয়মিত চলাচল করে আসছে। তারা আরও জানান- ওই এলাকার হরচন্দ্র ধরের ছেলে নারায়ন ধর ও তার ছেলে জিসু ধর দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থাপনা তৈরী করে চলাচলের পথটি সংকুচিত করে ফেলে। সম্প্রতি নারায়ন ধর নিজের বাড়ির পাশে চলাচলের সড়কে ইটপাথরের খুঁটি দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এলাকাবাসী জানিয়েছেন- সড়ক দখলের প্রতিবাদ করলেই হরচন্দ্র ধরের ছেলে নারায়ন ধর, নারায়ন ধরের ছেলে জিসু ধর, মেয়ে পান্না ধর, স্ত্রী মিনতি ধর, জিসু ধরের স্ত্রী রিংকু ধর, বলরাম ধরের ছেলে অজিত ধরসহ তাদের অন্যান্য সহযোগিরা নিরীহ লোকজনকে মারধর ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেয়। ভুক্তভোগীরা আরও জানিয়েছে- নারায়ন ধর তাদের পৈত্রিক জমি বিক্রি করে নিঃস্বত্ববান হয়েছেন। এরপরও সামাজিক সম্প্রীতি রক্ষার্থে তাদের বসতবাড়ী করার জন্য অনুমতি দেয়া হয়। কিন্তু দুঃখের বিষয় আমাদের এ মানবিকতাকে অবজ্ঞা করে নারায়ন ধর ও তার পরিবারের সদস্যরা পাড়ার একমাত্র চলাচলের রাস্তার পাশে ময়লা পানি নিষ্কাশনের নালা নির্মাণ, গোয়াল ঘরকে মন্দির বানিয়ে এবং দুপাশে অপ্রয়োজনীয় ঘেরাবেড়া, পাথরের খুঁটি দিয়ে দখল করার পাঁয়তারা চালাচ্ছে।

বণিক পাড়া সমাজ কমিটির সভাপতি ডা. সমর বিন্দু ধর এবং সাধারণ সম্পাদক সুলাল জানিয়েছেন- ভুক্তভোগীরা নিরুপায় হয়ে চলাচলের পথ দখলমুক্ত করার জন্য তাদের কাছে লিখিত আবেদন জানান। লিখিত আবেদনের প্রেক্ষিতে ইউপি সদস্য রাশেদুল হক এবং সমাজ কমিটি উভয় পক্ষকে নিয়ে বিষয়টি তদন্ত করে ঘটনাস্থল পরিদর্শন এবং কয়েকদফা বৈঠকের পর জনস্বার্থে অবৈধ স্থাপনা অপসারণ করে চলাচলের পথ ০৬ (ছয়) ফুট নির্ধারন করে সকলের জন্য গাড়ি চলাচল উম্মুক্ত রাখার রায় প্রদান করে। কিন্তু নারায়ন ধর ও জিসু ধর এ রায় মানবেনা বলে জানিয়ে দেয়। এ কারণে বিষয়টি চ‚ড়ান্তভাবে নিষ্পত্তি করা সম্ভব হয়নি।

চাকমারকুল ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য রাশেদুল হক জানিয়েছেন- বিষয়টি তিনি এবং স্থানীয়ভাবে সমাজ কমিটি নিষ্পত্তি করলেও নারায়ন ধর গং তা মানছে না। এ কারণে লোকজন চলাচলে দূর্ভোগের শিকার হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইল অভিযুক্ত জিসু ধর জানান- চলাচলের পথটি তাদের বসত বাড়ির আঙিনা। বাড়ির দেয়াল ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা গাড়ি চলাচলে বাধা দিচ্ছেন। স্থানীয় ইউপি সদস্য ও সমাজ কমিটির রায় না মানা প্রসংগে তিনি বলেন- ‘আমরা কোন লিখিত সিদ্ধান্তে যাবো না’।

ভুক্তভোগীরা জানিয়েছে, সড়কটি দখলমুক্ত ও নিরীহ লোকজনকে হয়রানি বন্ধের দাবিতে বণিক পাড়া গ্রামবাসী সোমবার, ২০ অক্টোবর রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেবে।