রামু প্রতিনিধি: বিদ্যালয় ক্যাম্পাসে ৫টি স্টলে সাজানো হয়েছে নানান জাতের মৌসুমী ফল আর পিঠার পসরা। স্টলে স্টলে উচ্ছ্বাস চলছে ক্ষুদে শিক্ষার্থীদের। এমন অনেক ফল আনা হয়েছে যা অনেক শিক্ষার্থীরাও চিনেন না। পিঠার ক্ষেত্রে ছিলো শিক্ষার্থীদের একই অবস্থা। তবে এ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা চিনতে পেরেছে অচেনা অনেক ফল ও ঐতিহ্যবাহি পিঠা।
উৎসবে ছাত্র ছাত্রীদের কেবল খাওয়ার সাধ মিটেছে তা নয়, পরিচয়ও হয়ে গেছে নানান জাতের, নানান স্বাদের ফল ও পিঠার সাথে। বুধবার, ১২ জুন ফল ও পিঠা উৎসবের এমন ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করে রামুর অনন্য শিক্ষা প্রতিষ্ঠান বাঁকখালী উচ্চ বিদ্যালয়। উৎসবের প্রতিপাদ্য ছিলো- ‘দেশীয় ফলই-দেশীয় ঐতিহ্য, দেশীয় পিঠাই-দেশীয় সংস্কৃতি’।
সকালে ফল ও পিঠা উৎসবের উদ্বোধন করেন, কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বাঁকখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. নাছির উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা রোমেনা আকতার, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান, কক্সবাজার মেডিকেল কলেজের প্রভাষক ডা. মিজানুর রহমান। প্রধান পরামর্শক ও নির্দেশক ছিলেন, বাঁকখালী ফাউন্ডেশনের সভাপতি আবুল কাশেম খাঁন।
ফল ও পিঠা উৎসবে আরও উপস্থিত ছিলেন, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, পানিরছড়া এসএইচডি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুল হালিম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল কুমার শর্মা, অবসরপ্রাপ্ত শিক্ষিকা হোসনে আরা বেগম, রামু কলেজের অধ্যাপক আবদুল হক, মাছরাঙ্গা টিভির কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়া, বাঁকখালী ফাউন্ডেশনের পরিচালক আওরঙ্গজেব টিপু, ডা, শফিকুল ইসলাম, রামু প্রেস ক্লাবের সহ সভাপতি এসএম জাফর ও বাঁকখালী ফাউন্ডেশনের পরিচালক নুরুল আমিন, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, পশ্চিম মেরংলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেবী বড়ুয়া প্রমূখ।
ফল ও পিঠা উৎসব আয়োজনে সহযোগিতায় ছিলেন, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কান্তি দাশ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।