রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই একমাত্র সমাধান- কক্সবাজারে বক্তারা

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।
কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে শরনার্থী কমিশন ও ব্র্যাকের সহায়তায় রবিবার কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন- সিজিএ এক কনফারেন্সের আয়োজন করে।

এতে বক্তারা বলেন রোহিঙ্গা সংকট কেবল মানবিক নয়-এটি ন্যায়বিচার ও বৈশ্বিক জবাবদিহিতার প্রশ্ন। মিয়ানমারের দায়বদ্ধতা নিশ্চিত ও রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানানো হয় এতে।

সিজিএ বাংলাদেশ চাপ্টারের প্রেসিডেন্ট ফরিদা পারভীন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ সচিব মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোহিঙ্গা সেলের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

তিন পর্বে বিভক্ত ছিল এ আয়োজন। দিনব্যাপী এ কনফারেন্সে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান, ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেন্জ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এসোসিয়েট প্রেসের প্রতিনিধি জুলহাস আলম, প্রফেসর রহমান নাসির উদ্দীন, ড জাকিয়া সুলতানা, ড. আমেনা মহসিন, আসিফ মুনির, সিজিএ বাংলাদেশ চাপ্টারের সেক্রেটারি ওসমান গনি মনসুর, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী ও এনসিপির যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দীন।

অনুষ্ঠানে অংশ নেন সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, রোহিঙ্গা কমিউনিটি লিডার, আন্তর্জাতিক সাহায্য সংস্থার কর্মকর্তা এবং রোহিঙ্গা ইস্যুর সাথে জড়িত বিভিন্ন স্টেকহোল্ডাররা।