ঈদগাঁও প্রতিনিধি।
ঈদগাঁও বাস স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের পাইলিংয়ের প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।
৫ নভেম্বর রোজ শুক্রবার বিকেলে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। আগামী ১২ ডিসেম্বর কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।
পাঁচ তলা বিশিষ্ট এ মসজিদ ভবনের পাইলিং কার্যক্রমের প্রস্তুতির সময় উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, মুফিজুর রহমান মুফিজ, সাবেক মেম্বার জসিম উদ্দিন, রাশেদুল হক রিয়াদ, মুতাওয়াল্লী শাহাদাত হোসেন, সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি জমির উদ্দিন সওদাগর, সাধারণ সম্পাদক শাহাজান মনির কোম্পানি, ভবন ডিজাইনার প্রকৌশলী মোঃ আলমগীর, মসজিদের মুয়াজ্জিন আব্দুল হামিদ, নির্মাণ শ্রমিক অ্যাসিস্ট্যান্ট শাহ আলম, মুক্তার আহমদ, আবু তালেব প্রমুখ। আগামী এক বছরের মধ্যে ভবনের নির্মাণ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান পরিদর্শনে আগত প্রকৌশলী।
তিনি আরো জানান, মসজিদ ভবন কমপ্লেক্সের আওতায় ইসলামী গ্রন্থাগার, মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা সহ ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার ও প্রসারের নানা কার্যক্রম অন্তর্ভূক্ত থাকবে।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/