

দীপক সেন, ষ্টাফ রিপোটার, মহালছড়ি।।
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ২টি কেন্দ্র মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় ও মাইসছড়ি উচ্চ বিদ্যালয় তথা উপজেলার দু’টি কেন্দ্রে আজ থেকে শুরু হলো এসএসসি ও এসএসসি সমমানের দাখিল এবং ভোকেশনাল পরীক্ষা-২০২৫ ।উপজেলার এই দু’টি কেন্দ্রে উপজেলার ১২টি উচ্চ বিদ্যালয়ের ৮৭৫ জন পরীক্ষার্থী একযোগে পরীক্ষায় অংশ গ্রহন করছে। যার মধ্যে রয়েছে ১২টি উচ্চ বিদ্যালয়, ২টি কারিগরী উচ্চ বিদ্যালয়, এছাড়াও উপজেলার দাখিল মাদ্রাসার ২৮জন পরীক্ষার্থী, খাগড়াছড়ি জেলা সদরে একমাত্র দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে বলে সংশ্লিষ্ট তথ্য সূত্রে জানাগেছে।
উপজেলার উক্ত দু’টি পরীক্ষা কেন্দ্রে আবশ্যিক বাংলা প্রথম পত্রের পরীক্ষায় সর্বমোট ৮৭৫জন পরীক্ষার্থীর মধ্যে ৫জন পরীক্ষার্থী বিভিন্ন কারণে অনুপস্থিত ছিল।
প্রথম দিনের পরীক্ষায় সরজমিনে তথ্যানুসন্ধানে দেখতে পাওয়া যায়, কেন্দ্রগুলিতে সরকারী ভাবে দায়িত্বরত কর্মকর্তাগণ যথাযথভাবে দায়িত্ব পালনে রত রয়েছেন। এর মধ্যে কেন্দ্র সচিব মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা সার্বিক সহযোগিতায় পরীক্ষা কেন্দ্রে সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মহালছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও স্ব স্ব দায়িত্ব পালনে মনোযোগি রয়েছে কেন্দ্র কর্তৃপক্ষগুলিও নিজেদের দায়িত্ব ও কর্মকান্ড পালনে আন্তরিক রয়েছেন। উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কেন্দ্র পরিদর্শনের দায়িত্ব পালনকারী কর্মকর্তা হিসেবে উপজেলার প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদকে কেন্দ্র পরিদর্শন করতে দেখা গেছে এবং ভাইবোনছড়া মহাবিদ্যালয়ের দুই অধ্যাপককে শিক্ষা বোর্ডের ভিজিল্যাস টিমের দায়িত্ব পালন করতে দেখা গেছে। কেন্দ্রের পরিবেশ সুষ্ঠ ও শান্তিপূর্ণ এবং অনুকূল পরিবেশে থাকায় কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা বা কোন ছা্ত্র-ছাত্রীকে অসদুপায়ের বহিষ্কারের মত কোন ঘটনা ঘটে নাই বলে জানা গেছে। এবারের এসএসসি পরীক্ষা বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে খাগড়াছড়ি জেলায় ৮১৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছে। যার মধ্যে মহালছড়ি উপজেলায় সর্বমোট ৮৭৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। সুষ্ঠু সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত ভাবে পরীক্ষা অনুষ্ঠানে কিছু কিছু র্নিদেশনা দিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী এবং স্থানীয় কেন্দ্র কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বলা হয়েছে পরীক্ষা শুরুর
৩০ মিনিট আগে হলে প্রবেশ করতে হবে। সঙ্গে মুটোফোন থেকে শুরু করে কোন ধরনের ইলেকট্রনিক নেওয়া যাবে না বোর্ডের তথ্যানুযায়ী ১০ এপ্রিল শুরু হয়ে এ পরীক্ষা চলবে আগামী ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়ে পরীক্ষা শেষ হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে নির্দিষ্ট দিনগুলিতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ৩য়
পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৫ থেকে ২২ মে পর্যন্ত।