
মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:
গত সপ্তাহে বর্মাছড়িমুখ সংলগ্ন দেওয়ানপাড়া এলাকা থেকে প্রায় ৪,০০০ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করার পর আবারো খিরাম সেনা ক্যাম্প কর্তৃক বকছড়িপাড়া এলাকা থেকে আরও ২০০ ঘনফুট কাঠ উদ্ধার করা হলো। যার বাজার মুল্য আনুমানিক ৪ লক্ষ টাকা।
১ নভেম্বর শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে এ কাঠ উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা উভয় ক্ষেত্রেই পালিয়ে যায়। উদ্ধারকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ধারাবাহিক ঘটনা প্রমাণ করে যে, বার্মাছড়িমুখ এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাধাগ্রস্ত করার মূল উদ্দেশ্য ছিল সশস্ত্র গ্রুপ ও পাচারকারী চক্রের অবৈধ কার্যক্রম অব্যাহত রাখা। নিরাপত্তা বাহিনী দৃঢ়ভাবে জানায় যে, শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এসব চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই অঙ্গীকার দৃঢ়ভাবে পালন করবে।