নুরুল কবির আরমান, খাগড়াছড়ি।। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক ও সেবাব্রতী সংগঠন আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার উদ্যোগ বিশাল গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ( ২৭মার্চ) ১৬রমজান,বুধবার, মানিকছড়ি রাণী নিহার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে দেশ, জাতি ,ইসলাম ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সংস্থার সভাপতি হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ এর পরিচালনায় গণ-ইফতার মাহফিল মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আতিউল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, মানিকছড়ি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা নুর মোহাম্মদ, পরিচালক হাফেজ মাওলানা ফজলুল হক, তিনটহরী মাদ্রাসার পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন, মডেল মসজিদের খতীব মাওলানা আহমদুল হক,উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক, জাহেদুল আলম মাসুদ, যুবলীগ সভাপতি সামায়উন ফরাজি সামু,নাগরিক পরিষদ সভাপতি মোকতাদির হোসেন, ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম-খতীব, মাদ্রাসার ছাত্র -শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সামাজিক নেতৃবৃন্দ ও আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার দায়িত্বশীলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/