।।দিদারুল আলম রাফি।।
ইয়াং পাওয়ার ইন সোস্যাল একশন - ইপসা ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ইয়ুথ ক্লাইমেট হ্যাকাথনে সেরা দশটি সামাজিক উদ্যোগের মধ্যে স্থান পেয়েছে খাগড়াছড়ি জেলার দুই তরুণ।
রবিবার (১০ মার্চ) চট্টগ্রামের সীতাকুণ্ডে ইপসা এইচআরডিসি ক্যাম্পাসে এই ইয়ুথ হ্যাকাথন অনুষ্ঠিত হয়। এতে খাগড়াছড়ি জেলার ৫টি সামাজিক উদ্যোগ ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার ও সীতাকুণ্ডের ১৭টি সামাজিক উদ্যোগ অংশগ্রহণ করে।
হ্যাকাথনে সামাজিক উদ্যোগ সমূহের উপস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উদ্যোগ সমূহের ভূমিকা বিবেচনায় বিচারকমণ্ডলী ১০টি সামাজিক উদ্যোগকে সেরা নির্বাচিত করেছেন। এতে খাগড়াছড়ি জেলা হতে হিউম্যানিটি ওয়েলফেয়ার এসোসিয়েশনের দুটি সামাজিক উদ্যোগ নির্বাচিত হয়। এরমধ্যে সাইক্লিং ফর ক্লাইমেট জাস্টিস উদ্যোগ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে দিগন্ত বড়ুয়া এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পাহাড় ধস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে পঞ্চম হয়েছে নেউ মগিনি।
দিনব্যাপী এই ইয়ুথ ক্লাইমেট হ্যাকাথনে উপস্থিত ছিলেন ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান,
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম, গবেষণা মেরিন সাইন্সের শিক্ষক ইশতিয়াক আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট এন্ড এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টের শিক্ষক প্রফেসর তাসনিয়া দিলশাত, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর কে.এ এম জিয়াউল হায়দার, ইপসার ইয়ুথ কমিটির আব্দুস সবুর প্রমূখ।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/