মো. জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি::
স্টারলিংক ইন্টারনেটের মাধ্যমে ই-লার্নিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এ স্বাক্ষর করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা ও স্টারলিংক ইন্টারনেটের বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ এমদাদুর রহমান।
১১ নভেম্বর ২০২৫ দুপুর ১টা ৫০ মিনিট থেকে ২টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়ি সার্কিট হাউজে ই-লার্নিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ এমদাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মিসেস শেফালিকা ত্রিপুরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন— বিএসসিএল ব্যবস্থাপক (ডমেস্টিক সেলস), মোহাম্মদ মহিউদ্দিন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন, , নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, নির্বাহী প্রকৌশলী প্রতিপদ চাকমা, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল রাজ্জাক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোহাম্মদ লুৎফুর রহমান প্রমূখ।
চুক্তির মাধ্যমে খাগড়াছড়ি জেলায় আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার প্রসার ও প্রত্যন্ত অঞ্চলে ই-লার্নিং সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/