

ঈদগাঁও প্রতিনিধি::
নৌ- পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন তিন দিনের সফরে কক্সবাজার আসছেন।
শুক্রবার (২৯ আগস্ট) রাত আটটা ১৫ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে উপস্থিত হয়ে শহরের সার্কিট হাউজে তার রাত্রি যাপনের কথা রয়েছে। ৩০ আগস্ট (শনিবার) সকালে স্থানীয় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বাঁকখালী নদী দখল ও দূষণমুক্তকরণ সংক্রান্ত সভায় তাহার যোগদানের কর্মসূচি রয়েছে। পরদিন রবিবার সকালে কক্সবাজার সার্কিট হাউজ থেকে সড়কপথে কমান্ড এন্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে তার বক্তব্য বক্তব্য দানের প্রোগ্রাম আছে।
উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) মোঃ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত পত্র সূত্রে আরো জানা যায়, একই দিন বিকেলে বিমানযোগে তার ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগের কথা রয়েছে।