

।। প্রেস বিজ্ঞপ্তি।।
গণযোগাযোগ অধিদপ্তরের কর্মচারী কল্যান সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি মো: রোকনুজ্জামান বৃহস্পতিবার ৬ মার্চ ২০২৪ খাগড়াছড়ি জেলা তথ্য অফিসে অফিস মনিটরিং কাজে সরকারি সফরে আসেন। নির্বাচনের পরে প্রথম সফর খাগড়াছড়ি পার্বত্য জেলায় আগমন উপলক্ষে সমিতির জেলা ইউনিটের সাধারণ সদস্যগণ জেলা তথ্য অফিস কক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করেন। এসময় জেলা ইউনিটের পক্ষ থেকে সভাপতিকে আনুষ্ঠানিকভাবে এক সংবর্ধনা আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতি গণযোগাযোগ অধিদপ্তরের কর্মচারী কল্যান সমিতির ত্রি-বার্ষিক নবগঠিত কমিটির ভবিষ্যৎ লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে এবং সমিতির ভিশন ও মিশন বিষয়ে উপস্থিত সাধারণ সদস্যদেরকে জানান। তিনি সকলের সাথে আলোচনা ও মতবিনিময় করেন এবং স্মার্ট সমিতি বিনির্মাণে কিছু দিক নির্দেশনা প্রদান করেন।
সরকারি কাজ শেষে তিনি জেলা সদরের কিছু দর্শনীয় স্থান পরিদর্শন করেন। খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্র, আলুটিলা গুহা, লাভ ব্রিজ, লাভ পয়েন্ট, হর্টিকালচার পার্ক ঝুলন্ত ব্রিজ, চেঙ্গী রিভার ভিউ রেস্টুরেন্ট ও অন্যান্য স্থান ভ্রমণ শেষে অপূর্ব সৌন্দর্য ভরা খাগড়াছড়ি একটি সম্ভাবনাময় জেলা হিসেবে তিনি মতপ্রকাশ করেন।