

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো খাগড়াছড়িতেও উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
সোমবার(১৩অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, সাংবাদিক ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফেরদৌসী বেগম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসান মারুফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।
বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কতা, জনসচেতনতা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। তারা দুর্যোগকালীন প্রস্তুতি ও জনগণের অংশগ্রহণমূলক উদ্যোগ জোরদারের আহ্বান জানান।