

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
“সুরুংমুং বাকসা ফ্রান” … অর্থাৎ জ্ঞানই আলোর উৎস- এই মূলনীতিকে সামনে রেখে খাগড়াছড়ির ঠাকুরছড়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে ঠাকুরছড়া জাগরণ পাঠাগার হলরুমে হাম-রনাই বন্থা’র উদ্যোগে এই অর্থবহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হামরনাই বন্থা’র সভাপতি মিলন ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরছড়া এলাকার কার্বারী অরুন বিকাশ ত্রিপুরা। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মনিকা রোয়াজা’র সঞ্চালনায় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তাঁরা বলেন, “শিক্ষাই মানুষকে আলোকিত করে, দারিদ্র্য ও অন্ধকার থেকে মুক্তির একমাত্র পথ হলো জ্ঞান অর্জন। যারা মেধাবী অথচ আর্থিকভাবে অস্বচ্ছল, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” এ সময় বক্তারা তরুণ প্রজন্মকে পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রামকুমার ত্রিপুরা, যতীন্দ্র ত্রিপুরা, গৌরী মালা ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন, কুবলেশ্বর ত্রিপুরা, বিজয় রোয়াজা, জ্ঞানেন্দ্র ত্রিপুরা, দিগন্ত প্রসাদ ত্রিপুরা, মলয় বিকাশ ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা হাম-দরনাই বন্থা’র এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
শেষে শিক্ষার্থীদের হাতে বই ও এলাকার দুজন কৃতি সন্তানদের মাঝে সম্মাননা সাবারক তুলে দেওয়ার মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের পরিসমাপ্তি ঘটে।