খাগড়াছড়িতে আন্তঃ পার্বত্য জেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়ি স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়ামে প্রথমবারের মতো ‘আন্তঃ পার্বত্য জেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাতের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক।
উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন এবং নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পার্বত্য তিন জেলার ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খাগড়াছড়ি জেলা পরিষদের অর্থায়নে এবং জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিনে খেলোয়াড়দের অংশগ্রহণ এবং দর্শকদের উপচেপড়া ভিড়ে জিমনেসিয়াম প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।