নুরুল কবির আরমান, খাগড়াছড়ি।।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে ৮০শতাংশ ভোটে তৃতীয়বারের মতো মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন সভাপতি ও মাওলানা কাউছার আজিজী সেক্রেটারি পুনঃনির্বাচিত হয়।দু'জনই দক্ষিণ-পূ্র্ব এশিয়ার বৃহত্তম বিদ্যাপিঠ বাবুনগর আরবী বিশ্ববিদ্যালয় থেকে দাওরায়ে হাদীস (মাষ্টার্স সমমান) সম্পন্ন করেছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বিকালে হাফেজ মাওলানা দেলোয়ার হোসেনর সভাপতিত্বে ও মাওলানা কাউছার আজিজীর সঞ্চালনায় খাগড়াছড়ি পৌরসভার মেহেদী বাগস্হ দলীয় কার্যালয় সংলগ্ন হলরুমে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া শূরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জান্নাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব আল মুহাম্মাদ ইকবাল ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত শুরা সদস্যদের ভোট গ্রহণ করেন। শুরা সদস্য গণ তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করেন সভাপতি, সহ-সভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক।
নাম ঘোষণার পর নবনির্বাচিত সকলকে শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ জান্নাতুল ইসলাম।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/