

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি।।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা সদরস্থ অরুণিমা কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা কাউছার আজিজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আল্লামা ড. বেলাল নুর আজিজী। তিনি বলেন, খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই করা হবে। তারা ছাড় পেলে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে চরম গাদ্দারী করা হবে।বিগত ১৭বছরের মানুষের কোন অধিকার ছিল না। স্বাধীন এই দেশে ফ্যাসিস্টবাদ কায়েম হয়েছিল। ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজনীতিক-অরাজনৈতিক সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ইফতার মাহফিলে আলেম-ওলামা, মসজিদের ইমাম -খতিব, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা,খাগড়াছড়ি জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু তালেব,জেলা জামাত ইসলামীর আমীর সৈয়দ আব্দুল মোমিন, জাতীয় নাগরিক পাটির কেন্দ্রীয় সংগঠক মনজিলা ঝুমা, গণঅধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিভিন্ন সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয়রা অংশ নেন।
পরে ইসলাম, দেশ, জাতী, মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।