খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণীসম্পদে হবে উন্নতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ। বুধবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রাণীসম্পদ কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমি ঘুরে পুনরায় প্রাণীসম্পদ কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. জুলফিকার আলী, প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত) নোমান ইবনে হাফিজ এবং জেলা মৎস্য কর্মকর্তা ডা. রাজু আহমেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ের বিশাল সম্ভাবনাময় পশুপালন খাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে পারলে উৎপাদন বাড়বে, কমবে রোগব্যাধি ও ক্ষতি। একই সঙ্গে স্থানীয় কৃষক ও খামারিদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং সেবার সহজলভ্যতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রাণীসম্পদ সপ্তাহের মধ্য দিয়ে জেলার খামারিরা তাদের অভিজ্ঞতা আদান-প্রদান, আধুনিক পদ্ধতি শেখা এবং দেশীয় জাতের উন্নয়ন-প্রচারে নতুন উদ্দীপনা পেয়েছে বলে জানান আয়োজকরা।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/