নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘ভিত্তিহীন ও হয়রানিমূলক’ দাবি করে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটির স্থানীয় নেতারা। এ দাবিতে মঙ্গলবার (২৬ আগস্ট) জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেন এনসিপির খাগড়াছড়ি জেলা সংগঠকরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির পক্ষ থেকে খাগড়াছড়ি জেলা এনসিপি নেতাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সদর মডেল থানায় জি.আর ৬৯/২৫, মামলা নং ০৪, তারিখ ১০-০৮-২৫ ইং দায়ের করা হয়েছে। মামলায় ১৪ নম্বর আসামি করা হয়েছে জেলা এনসিপির সংগঠক শাহ নেওয়াজকে, ১৫ নম্বর আসামি করা হয়েছে সংগঠক রাহাত হোসেন বেলালের বাবা-কে এবং ১৬ নম্বর আসামি করা হয়েছে রাহাত হোসেন বেলালকে।
এনসিপি নেতাদের অভিযোগ, কোনো প্রমাণ ছাড়াই তাদেরকে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দিয়ে মামলায় জড়ানো হয়েছে, যা মিথ্যা ও প্রতারণামূলক। তারা জানান, গত ছয় মাস ধরে জেলার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এনসিপি নেতারা। জুলাই অভ্যুত্থানে তারা সামনের সারির কর্মী ছিলেন এবং নতুন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করায় পাহাড়ে বৈষম্যহীন রাজনীতি গড়ে তুলতে কাজ করছেন।
স্মারকলিপিতে আরও বলা হয়, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির নগ্ন উদাহরণ। এতে সাধারণ রাজনৈতিক কর্মীদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হচ্ছে।
এনসিপি নেতারা তিন দফা দাবি তুলেছেন—
১. খাগড়াছড়ি সদর মডেল থানার মামলায় (জি.আর ৬৯/২৫) ১৪, ১৫ ও ১৬ নম্বর নির্দোষ আসামির নাম তদন্তপূর্বক অবিলম্বে প্রত্যাহার।
২. রাজনৈতিক প্রতিহিংসার কারণে যেন এনসিপির নেতৃবৃন্দ ও তাদের পরিবার হয়রানির শিকার না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
৩. ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে থানায় রেকর্ডকৃত অভিযোগ আগে যাচাই-বাছাই করা এবং মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি খাগড়াছড়ি জেলার সংগঠক বিপ্লব ত্রিপুরা, আব্দুর রহমান ছায়াদ, শুভোধ চাকমা (শুভ), আকলিমা আক্তার, রবিউল জিহাদ, থুইচিং মারমা, নিরুপন চাকমা, সোহেল ত্রিপুরা (যুব উইং), ইসমাইল হোসেন মিঠু, কৃষ্ণায়ন ত্রিপুরা, জুয়েল চাকমা, নুসরাত এবং রাকিব।
স্মারকলিপির অনুলিপি খাগড়াছড়ি রিজিওন কমান্ডার, জেলা পুলিশ সুপার, জোন কমান্ডার এবং সদর থানার অফিসার ইনচার্জের কাছেও প্রদান করা হবে বলে জানিয়েছেন এনসিপি সংগঠকরা।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/