খাগড়াছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বই বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
“পাহাড় ডিঙ্গিয়ে উঠব মোরা,শিক্ষার মশাল জ্বেলে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বই বিতরণ ও আলোচনা সভা।

শনিবার (২৫ অক্টোবর) সকালে ভাইবোনছড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ভাইবোনছড়া উত্তর উপ-আঞ্চলিক শাখা ও সচেতন ত্রিপুরা নাগরিক সমাজের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা,এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা কল্যাণ সংসদ উপ-আঞ্চলিক শাখা’র সাধারণ সম্পাদক প্রশান্ত ত্রিপুরা।এ সময় ভাইবোনছড়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. আব্দুল্লাহ,ভাইবোনছড়া ইউনিয়নের চেয়ারম্যান সুজন চাকমা,জেলা পরিষদের সদস্য প্রফেসর মো. আব্দুল লতিফ,শহিদুল ইসলাম সুমন,মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মনি চাকমা,মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি চাকমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই আয়োজনে ১৫০জন শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, এবং জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মেধা ও মননকে বিকশিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে সমাজে নেতৃত্বদানের আহ্বান জানান। সেই সাথে আমাদের স্বপ্নবাজ হতে হবে। ছেলেদের চাইতে মেয়েরা পড়াশোনায় অনেক ভালো করে থাকে। মেয়েরা সুযোগ পেলে অনেক কিছু করতে পারে। এজন্য শিক্ষার কোন বিকল্প নেই।

উৎসবমুখর এই অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ সংবর্ধনার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে।

অন্যদিকে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সদর জোনের উদ্যোগে ভাইবোনছড়া ইউনিয়নের ছোট বাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় তিন শতাধিক স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠিত এ মেডিক্যাল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে চিকিৎসাসেবা প্রদান করেন ৫ফিল্ড এ্যাম্বুলেন্স খাগড়াছড়ি জোনের মেজর তূর্ফা তুনাজ্জিনা ইসলাম। এ সময় চার শতাধিক নারী, পুরুষ ও শিশুদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা পরিচালনা করেন খাগড়াছড়ি সদর জোনের আরএমও ক্যাপ্টেন তানজিম ইসলাম। এ সময় বিভিন্ন রোগের চিকিৎসাসেবা প্রদান করা হয়।

সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে স্থানীয়রা গভীর সন্তুষ্টি প্রকাশ করে বলেন, পাহাড়ের দুর্গম অঞ্চলের মানুষের পাশে সবসময় সেনাবাহিনী যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, এটি তারই প্রতিফলন। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।