খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিব

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি।। খাগড়াছড়িতে সাম্প্রতিককালে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর সচিব মোঃ মোস্তাফিজুর রহমান। বুধবার ১২ নভেম্বর দুপুরে খাগড়াছড়ি সদরস্ত স্বনির্ভর বাজার ও খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজার পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন তিনি বলেন, সহিংসতার ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা পুনর্বাসনের আওতায় এনেছি। এ বিষয়ে পার্বত্য উপদেষ্টা ইতিমধ্যে জানিয়েছেন। এজন্য আজকে আবার পরিদর্শন আসলাম। যারা বেশি প্রতিগ্রস্ত হয়েছেন তাদেরকে বিষয়টি এ সরকারের আমলে দেওয়ার আমরা চেষ্টা করবো।

এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, খাগড়াছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারি, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি সদর থানা অফিসার্স ইনচার্জ আব্দুল বাতেন মৃধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।